সারাদেশে আবারও শীতের তীব্রতা  বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি)  এক সংবাদ সম্মেলনে তথ্য দেন তিনি।

তিনি আরো জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে দেশের অনেক জায়গায় বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা নিচে নেমে যাবে ফলে শীতের তীব্রতা বাড়বে।

আগামী ৬ তারিখ থেকে তাপমাত্রা নিচে নেমে যাবে বলে ধারনা করছে আবহাওয়া অফিস। এ মাসে আরও দুটো শৈত্য প্রবাহ হবে। জানুয়াররি মাঝামাঝি সময় মাঝারি শৈত্য প্রবাহ চলবে আর জানুয়ারি মাসের শেষের দিকে তীব্র শৈত্য প্রবাহ চলবে সারাদেশে।

তবে পঞ্চগড়, রাজশাহী, সুনামগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, বাঘাইছড়ি এসব এলাকায় শীতের তীব্রতা বেশী থাকবে। এ সময় ঢাকায় মাঝারি শৈত্য প্রবাহ চলবে।

তাপমাত্রা ৬ এর নীচে থাকলে তীব্র শৈত্য প্রবাহ, ৬ থেকে ৮ এর মধ্যে হলে মাঝারি শৈত্য প্রবাহ আর ৮ থেকে ১০ এর মধ্যে হলে মৃদু শৈত্য প্রবাহ বলা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে