বাইসাইকেলে চেপে পৃথিবীর অন্যতম সর্বোচ্চ গীরিপথ নেপালের ‘থরং লা’ অতিক্রম করেছে তিন বাংলাদেশি অভিযাত্রী আব্দুল্লাহ তাহির চৌধুরী, আরিফুল ইসলাম ভূঁইয়া ও অভিমণ্যু সাহা। অভিযাত্রীর এই দুঃসাহসিক আয়োজনে সহযোগিতায় ছিল দেশের নুডল্স ব্র্যান্ড মি. নুডল্স ও ট্রেকার্স অব বাংলাদেশ। তিন বাংলাদেশীর এই সাফল্য উদযাপনে মি. নুডল্স এতিমখানায় ১০ হাজার প্যাকেট নুডল্স বিতরণ করবে।
এ উপলক্ষ্যে সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিন বাংলাদেশি অভিযাত্রী ছাড়াও মি. নুডলস এর ক্যাটাগরি ম্যানেজার তোষণ পাল, ব্র্যান্ড ম্যানেজার রিয়াদুল ইসলাম, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া সুজন মাহমুদ ও ট্রেকার্স অব বাংলাদেশ এর চেয়ারম্যান তারিক ওবায়দা উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ তাহির চৌধুরী বলেন, গেল বছরের ১৮ সেপ্টেম্বর পাঁচ হাজার ৪১৬ মিটার উচু অন্নপূর্ণা সার্কিটের সর্বোচ্চ বিন্দু থরং লা অতিক্রম করতে সক্ষম হন তারা। বাইসাইকেলে চেপে থরং লা জয় করা মোটেই সহজ ছিল না। তবে দেশের হয়ে কিছু করার তাড়না থেকে তারা এই গিরিপথ অতিক্রম করেছেন বলেও তিনি জানান। এই অভিযানে সহযোগিতা করায় মি. নুডলস্কে অভিযাত্রী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।
তোষণ পাল বলেন, ‘বাংলাদেশের জন্যে গৌরব বয়ে আনা এই দুঃসাহসিক কাজের সাথে সম্পৃক্ত থাকার জন্যে আমরা আনন্দিত। অভিযাত্রী দলের আবেদনের প্রেক্ষিতে আমরা এতিমখানায় মি. নুডল্স বিতরণ করব। সে অনুযায়ী ঢাকার ইসলামিয়া মিশন এতিমখানা ও চট্টগ্রামের উবাইদা এতিমখানায় নুডল্স দেয়ার মাধ্যমে এই বিতরণ কাজ শুরু হবে বলে তিনি জানান।