সারা দেশে তীব্র শীতে ব্যাহত হচ্ছে জনজীবন। এরইমধ্যে আবার নতুন করে শৈত্যপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অফিস।শনি বা রবিবার থেকে শুরু হতে পারে নতুন করে শৈত্যপ্রবাহ। এদিকে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো পঞ্চগড়ে, ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা আরও কমেছে। ঘন কুয়াশা আর উত্তুরে বাতাসে বিপর্যস্ত জনজীবন। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের দুর্ভোগ। এ জেলায় আবারও শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ ।চুয়াডাঙ্গায় সকাল থেকে ঘন কুয়াশা, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। তাপমাত্রা ওঠা নামা করায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে ধানের বীজতলা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা।

যশোরে টানা ছয়দিন শৈত্যপ্রবাহের পর দুর্ভোগ বাড়িয়েছে বৃষ্টি। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউই।শীতের তীব্রতা বাড়ায় নাজেহাল কুড়িগ্রামের বাসিন্দারা। বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।  গত এক সপ্তাহ ধরে সূর্যের দেখা নেই ফরিদপুরে। সড়কে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে