ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার তাঁরাপুর গ্যাস ফিল্ড কুপ খননের জন্য প্রায় ২৪ জনের কাছ থেকে ফসলি জমি প্রতিবছর প্রতিকানি ৬৫ হাজার টাকা প্রদানের চুক্তিতে স্বাক্ষর করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়। এই দিকে কসবা উপজেলা চেয়ারম্যান টাকা পাওয়ার আশ্বাস দেন জমির মালিকদের।কিন্ত ১ বছর চুক্তির টাকা প্রদান করে বাকি ২ বছরের টাকা না দিয়ে তালবাহানা করছেন তাঁরাপুর গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। কয়েক দিন ধরে গ্যাসফিল্ডের মালামালা ট্রাক দিয়ে নেওয়ার সময় গত ১৫ ডিসেম্ববর জমির মালিকগণ উক্ত ট্রাকটি আটক করেন।
জমির মালিকদের দাবী জমির টাকা পরিশোধসহ কৃষি জমি ক্ষতিসাধনে পরিশোধ করার আবেদন করেন।
জমির মালিক আবু ছায়েদ,নুরু আলম,আবু তাহের প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।
গত ১৮ডিসেম্বর বুধবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কসবা উপজেলা চেয়ারম্যান এড;রাশেদুল কাওছার ভূইয়া জীবনের কাছে জানতে চাইলে, জমির মালিকদের টাকা পাওয়ার জন্য সকল প্রকার সহযোগিতা করাসহ এবং আইনমন্ত্রী আনিসুল হক এমপিকে বিষয়টি অবগত করেছেন বলে তিনি জানান।অন্য দিকে হ্মতিগ্রস্থ জমির মালিকেরা তারাপুর গ্যাস ফিল্ড কুপ খননের জন্য প্রায় ২৪ জনের কাছ থেকে ফসলি জমি প্রতিবছর প্রতিকানি ৬৫ হাজার টাকা প্রদানের চুক্তিতে স্বাক্ষর করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়।
কিন্ত ১ বছর চুক্তির টাকা প্রদান করে বাকি ৩বছর টাকা না দিয়ে তালবাহানা করছেন। কয়েক দিন ধরে গ্যাসফিল্ডের মালামালা ট্রাক দিয়ে নেওয়ার সময় হত ১৯ ডিসেম্বর বিকালে জমির মালিকগণ ট্রাকটি আটক করেন।জমির মালিকদের দাবী জমির টাকা পরিশোধসহ কুষি জমি ক্ষতিসাধনে সরকারের ঘরে নেওয়ার আবেদন করেন।জমির মালিক আবু ছাদেক,নুরু আলম,আবু তাহের প্রধানমন্ত্রীসহ আইনমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।
জহিরসিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























