ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্সের দ্বন্দ্বে আটকে গেছে সম্ভাবনাময় দুইটি গ্যাস কূপ খননের কাজ। এরিমধ্যে বাপেক্সের সঙ্গে চুক্তি বাতিল করে ক্ষতিপূরণ আর বকেয়া বাবদ প্রায় ১৪০ কোটি টাকা দাবি করেছে আজারবাইজানের রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানি সরকার।

২০১৭ সালের জুলাইয়ে খাগড়াছড়ির সেমুতাং-১, নোয়াখালীর বেগমগঞ্জ-৪ এবং জামালপুরের মাদারগঞ্জ-১ এই তিনটি গ্যাস কূপ খননের জন্য আজারবাইজানের সকার একিউএসের সঙ্গে চুক্তি করে বাপেক্স।এগুলোর মধ্যে সেমুতাং-১ ক্ষেত্রে কূপ খনন করে গ্যাস পায়নি সকার। বাকি দুইটির একটিতে চলছিলো খননের প্রস্তুতি। এ অবস্থায় বাপেক্সের বিরুদ্ধে সময়মতো বিল না দেয়ার অভিযোগ এনে বাকি চুক্তি বাতিলের সিদ্ধান্ত জানায় সকার। এরিমধ্যে ফিরে গেছে তাদের লোকবল। বাপেক্সের কাছে চাইছে ক্ষতিপূরণও।সকারের দাবি, শুধু ক্ষতিপূরণ নয় ফেরত দিতে হবে পারফরমেন্স গ্যারান্টির টাকাও যা চুক্তির শর্ত না মেনে ভাঙগিয়ে নিয়েছে বাপেক্স। স্থানীয়ভাবে সমঝোতা না হলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি সকারের।

এ বিষয়ে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের জানিয়েছেন, সব পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানের চেষ্টা করছেন তারা।অন্যদিকে, সকারের বিরুদ্ধে সময়মতোকাজ শেষ না করাসহ চুক্তির বেশকিছু শর্তভঙ্গের পাল্টা অভিযোগ তুলেছে বাপেক্স। কূপ তিনটি খনন বাপেক্সের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ বিশ্লেষকদের।ভবিষ্যতে এ ধরণের ঝামেলা এড়াতে চুক্তির আগেই নীতি-নির্ধারকদের সতর্ক হওয়ার পরামর্শও দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে