চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় হটাৎ করে শীতের প্রকোপ বেড়ে গছে। বৃহস্পতিবার দেশের সর্বনিন্ম তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। এদিকে বেলা বাড়লেও শীতের তীব্রতা কমছে না কোমায় বিপাকে পড়েছে নি¤œ আয়ের মানুষ। আজ চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে কয়েকদিন পর তাপমাত্রা আরও কমে আসতে পারে।

রাতে প্রচন্ড শীতের সাথে আজ ভোর থেকে ঘন কুয়াসা পড়তে দেখা গেছে। ঘন কুয়াসায় জানবাহন চালানোতে বেগ পেতে হয়েছে চালকদের। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও তাতে নেই কোন উত্তাপ। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ।

শীতের তীব্রতার সাথে হালকা দমকা হাওয়ায় বাইরে বের হলেই হাড় কাপোনি শীতের অনুভব হচ্ছে। এছাড়া সাধারন মানুষ প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। ফলে শহরে রিক্সা ভ্যান চালক দিনমজুরের উপস্থিতির সংখ্যাও অনেক কম। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কোথাও কোথাও খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে লোকজন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। বাতাসের গতির বেগ ঘন্টায় ৬ থেকে ৮ কিলোমিটার। কয়েকদিন পর চুয়াডাঙ্গায় তাপমাত্রা আরো কমে আসতে পারে বলে জানান তিনি।

সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে