পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ২১ ও ২২ নাম্বার পিলারের ওপর বসানো হলো ১৯তম স্প্যান। এতে দৃশ্যমান হয়েছে সেতুর ২ হাজার ৮শ ৫০ মিটার অংশ।

এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে বসানো হলো চতুর্থ স্প্যান। মঙ্গলবার ভাসমান ক্রেনে তোলা হয়েছে স্টিলের তৈরি ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি। সকাল ৯টার দিকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যান বহনকারী ক্রেনটি মাঝ নদীতে নেয়া হয়।পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতি ৭৬ শতাংশ। এর মধ্যে মূল সেতুর কাজের অগ্রগতি ৮৫ শতাংশ আর নদী শাসনের কাজ এগিয়েছে ৬৫ শতাংশ।

এরই মধ্যে পুরোপুরি প্রস্তুত রয়েছে ৩৪টি পিলার। এ মাসেই আরও দুটি স্প্যান বসানো হবে বলে জানিয়েছেন প্রকৌশলীরা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে