কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীর ধলনগর,কুশলীবাসা,ও করিমপুর হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার(৬ ডিসেম্বর) সকালে কুশলীবাসা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্ত্বরে দিবসটি পালন উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর ইউনিয়নের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শামছুল আলম শুকুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ঐ যুদ্ধের অধিনায়ক কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর।বিশেষ অতিথির বক্তব্য দেন যুদ্ধকালিন গোরিলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান, জেলার সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাজী রফিকুল আলম টুকু, জেলা কমান্ডের সদস্য বীরমুক্তিযোদ্ধা আবু আহসান বাবু, এই যুদ্ধে যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মৃধা ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন।
উল্লেখ্য ৬ ডিসেম্বর ১৯৭১ সালের এইদিনে ধলনগর, কুশলীবাসা ও করিমপুরে হানাদার বাহিনীর সাথে উল্লেখিত মুক্তিযোদ্ধাদের সশস্ত্র যুদ্ধ চলাকালীন সময়ে বরকত হোসেন খেরু ও ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম শহীদ হন। এবং শহিদুল ইসলাম, জয়নাল আবেদীন,নুর মহম্মদ, আজাদ, নাসির উদ্দিন মৃধা আহত হন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ