সাতক্ষীরায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভেঙ্গে পড়েছে অন্তত ১০ লাখ গাছ। এতে বিধ্বস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। সড়ক-মহাসড়কের পাশ থেকে সরানো হলেও গ্রামে পড়ে আছে এসব গাছ। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

শনিবার থেকেই তাণ্ডব শুরু করে ঘূর্ণিঝড় বুলবুল। বাতাসের গতি বেগ পৌছায় ঘণ্টায় ৮১ কিলোমিটারে। তছনছ হয়ে যায় উপকূলের কৈখালী, রমজান নগর, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকা। ঝড়ে উপড়ে গেছে শিশু, মেহগনি, আম, নারকেলসহ হাজারো গাছও।ঝড় থেমে যাবার পরই কেটে নেয়া হয় সরকারি গাছ। সরানো হয় রাস্তায় পড়ে থাকা গাছও। তবে অনেক বাড়ি ঘরেই ওপরে এখনও পড়ে আছে অনেক গাছ।

জেলা প্রশাসনের তথ্য মতে প্রায় দশ লাখ গাছ ঝড়ে পড়ে গেছে। এতে নষ্ট হয়েছে ওই অঞ্চলের পাখির আবাস। ফলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছে বন বিভাগ।ঘূর্ণিঝড়ে গাছ চাপা পড়ে মারা গেছে একজন, বিধ্বস্ত হয়েছে অনেক ঘরবাড়িও।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে