ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষয়ক্ষতি হওয়ায় সুন্দরবনে পর্যটকদের প্রবেশ বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ।বনের ক্ষয়ক্ষতি নিরূপণে সোমবার (১১ নভেম্বর) থেকে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মঈন উদ্দিন খান জানান, ঘূর্ণিঝড়ে বন বিভাগের কিছু ক্যাম্প, কাঠের পন্টুন, জেটি, ওয়াকওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি বা বন্য প্রাণীর মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। কিছু গাছপালার ডাল ভেঙেছে।বনের ভেতরে থাকা ৬৩টি ক্যাম্পের কর্মকর্তা-কর্মচারীরা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছেন।এ অবস্থায় সুন্দরবনে আপাপত পর্যটকদের প্রবেশে অনুমতি দেওয়া হবে না।

ঘূর্ণিঝড় বুলবুল ভারতে আঘাতের পর বাংলাদেশ সুন্দরবনের খুলনা অঞ্চলের উপর দিয়ে দেশের ভিতরে ঢুকতে থাকে।সিডর, আইলার মতো এবারও সুন্দরবন প্রাকৃতিক দেয়াল হয়ে বাংলাদেশকে রক্ষা করেছে। সুন্দরবনের গাছপালায় বাধা পেয়ে শক্তি হারায় বুলবুল।এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে এসেছে বলে মনে করছেন আবহাওয়াবিদ ও বনকর্মীরা।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ














