। আজ সকাল সাড়ে ১০টার দিকে আবহাওয়া অধিদফতরের ৩০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এখন স্থলভাগ অতিক্রম করছে বুলবুল। এর আগে ভোর রাতে দুর্বল হয়ে সুন্দরবন উপকূল দিয়ে বাংলাদেশের স্থলভাগে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘বুলবুল’।
আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করে ভারতের ত্রিপুরার দিকে যাচ্ছে বুলবুল। মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বুলবুলের তান্ডবে পটুয়াখালী ও বরগুনায় ২ জনের মৃত্যু হয়েছে। এর আগে রাত ৯টা নাগাদ পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে পড়ে ‘বুলবুল’। প্রাণের ক্ষতি কমাতে উপকূলীয় ১৪ জেলার ২১ লাখ ৬ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, যশোর ও বরিশাল বিমানবন্দর বন্ধ রয়েছে।
এর আগে, প্রবল শক্তি নিয়ে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। ঘূর্ণিঝড় সাগরদ্বীপে আছড়ে পড়ায় স্থলোভাগে শুরু হয় এর তাণ্ডবলীলা। ঝড়ের গতিবেগ ছিলো ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। প্রবল ঝড়ে ইতিমধ্যে সেখানে অনেক স্থাপনা ভেঙে পড়ে।
তথ্যঃ বৈশাখী
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














