বাংলাদেশে ধেয়ে আসছে সুপার সাইক্লোন বুলবুল। এরই মধ্যে মোংলা ও পায়রায় ৭ এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপৎসংকেত দেখানো হয়েছে। ঝড়টি শনিবার সন্ধ্যা থেকে রাত ১২টার মধ্যে আঘাত হানতে পারে। এরই মধ্যে বন্ধ করা হয়েছে উপকূলীয় এলাকায় নৌ চলাচল বাতিল করা হয়েছে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের ছুটি। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়টি অবস্থান করছিল পায়রাবন্দর থেকে ৫৬০ কিলোমিটার দূরে।

শুক্রবার সন্ধ্যায় ঝড়টি অবস্থান করছিল পায়রা সমুদ্রবন্দর থেকে মাত্র পাঁচশ কিলোমিটার দক্ষিণে। গতিপথ পরিবর্তন না হলে শনিবার রাতে খুলনা ও পটুয়াখালী উপকূলে আঘাত হানতে পারে বুলবুল। বাতাসের গতিবেগ অনুযায়ী একে সুপার সাইক্লোন বলছে আবহাওয়া অফিস।

উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। বাড়ছে বাতাসের গতিবেগ। ঝড়টি আরও শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসছে বলে সতর্ক করছে আবহাওয়া অফিস। ঝড়ের প্রভাবে সাগর বিক্ষুব্ধ থাকায় সমুদ্রবন্দরে দেয়া আছে হুঁশিয়ারি সংকেত। নিরাপদে যেতে বলা হয়েছে সমুদ্রে থাকা মাছধরা ট্রলার ও জেলেদের। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এ অবস্থা চলবে রোববার পর্যন্ত।
এদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া বিভাগ বলছে, রোববার দুপুরের আগেই সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝখানের স্থলভাগে হানা দিতে পারে ঘূর্ণিঝড় বুলবুল।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে