নিউজ ডেস্কঃ নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর এর কুষ্টিয়া শাখা আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে। এ উপলক্ষ্যে রবিবার বিকেলে শহরে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত টেগর লজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক খলিলুর রহমান মজুকে আহবায়ক ও কবি শৈবাল আদিত্যকে সদস্য সচিব করে ১৩ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান শামীম, সদস্য কচি খন্দকার, ওয়াহিদ ইউসুফ খান, সালেকউদ্দীন শেখ সুমন, নাদিম আহমেদ, শামস-ই-তানভীর, আসাদুজ্জামান রুমেল, তুষার রতন, মনির আহমেদ, নাব্বির আল নাফিজ, প্রিতম মজুমদার।
জেলার অভ্যন্তরে যেকোন নদী দূষণ ও পরিবেশ বির্পযয় প্রতিরোধে কমিটির সদস্যগণ দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














