বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। সেই সাথে বয়ে যাচ্ছে ঠাণ্ডা বাতাস। সারাদেশে তাপমাত্রা কমে যাওয়ায় কিছুটা শীত অনুভূত হচ্ছে। টানা বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে মানুষ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগ বাদে রোববার থেকে দেশের বাকি অঞ্চলগুলোয় স্বাভাবিক হতে পারে আবহাওয়া। এসব অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, বছরের এই সময়ে দিনের ব্যাপ্তি কমে আসায় চলতি মাসের শেষ দিকে কিছুটা শীত অনুভূত হতে পারে। তবে একে শীতকাল বলা যাবে না।

শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাজশাহীর বদলগাছীতে ১০৯ মিলিমিটার। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলে টাঙ্গাইলে ১৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।

অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে