কুষ্টিয়া ডেস্কঃ কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আঁখড়াবাড়িতে তিন দিনব্যাপী লালন তিরোধান দিবসের উদ্বোধন হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় লালন মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে তিরোধান দিবস এবং স্মরণিকার মোড়ক উন্মোচিত হয়। লালন তিরোধান দিবস আয়োজনে মরমী সাধক বাউল
সম্রাট ফকির লালন সাঁইজির অমর বানী ‘বাড়ির পাশে আরশীনগর, সেথা এক পড়শী বসত করে’ প্রতিপাদ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিনব্যাপী এ লালন তিরোধান দিবসের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোঃ আসলাম হোসেন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, ‘বাউল সম্রাট লালন শাহ ছিলেন এক মহান সাধক। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না।
অথচ তিনি দেশ ও সমাজ নিয়ে যে বাণী গুলো দিয়েছেন তা সমাজকে অসা¤প্রদায়িক চেতনায় শানিত করেছে। সমাজকে ভালোভাবে গড়ার জন্য কি করণীয় সে কথা তিনি বলেছেন। কীভাবে ভালো মানুষ হওয়া যায় তিনি সেসব কথা বলেছেন। আজকে লালনের দর্শন মানুষের মনে ধারণ করলে সন্ত্রাস, মারামারি দুর হয়ে যেতো। তিনি আরও বলেন, কুষ্টিয়ার মাটিতেই লালন শাহ্ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। সেই সাথে সারাদেশে বাউলদের যে আখড়া বাড়ি রয়েছে তা তদন্ত করে সংরক্ষনের ব্যবস্থা করবে সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন বিপিএম (বার), পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম ,(বার), জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক আজগর আলী, বিজ্ঞ পিপি এড. অনুপ কুমার নন্দী, কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও লালন একাডেমীর সহ-সভাপতি আজাদ জাহান।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নেজারত ডেপুটি কালেক্টর ও লালন একাডেমীর এ্যডহক কমিটি সদস্য সচিব এম.এ মোহাইমিন আল জিহান।
মূলমঞ্চে আলোচনা সভা শেষে শুরু হয় বাউল সম্রাট ফকির লালন শাহ’র আধ্যাত্মিক গানের আসর। যেখানে দেশ বরেণ্য লালন শিল্পী ও লালন একাডেমির শিল্পীরা লালন সংগীত পরিবেশন করেন। শুক্রবার (১৮ অক্টোবর) পর্যন্ত চলবে এ লালন স্মরণোৎসব। সেই সঙ্গে প্রতিদিন গভীর রাত পর্যন্ত চলবে লালন মুক্তমঞ্চে লালন সংগীতের আসর এবং গ্রামীণ মেলা।
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ