পৌরসভার ম,আ,রহিম মিলনায়তনে আরবান স্যানিটেশন প্রোগ্রাম’র আয়োজনে কুষ্টিয়া পৌর এলাকার হোটেল ও আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে উৎপাদিত পচনশীল জৈব আবর্জনা সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এই মতবিনিময় সভার উদ্বোধন করেন কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ার আলী। উদ্বোধন কালে মেয়র আনোয়ার আলী বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দূর্গন্ধ মুক্ত রাখার জন্য কুষ্টিয়া পৌরসভা বিবিধ কার্যক্রম পরিচালিত করে আসছে। এসএনভি সহযোগীতায় কুষ্টিয়া পৌরসভায় এই কার্যক্রম পরিচালিত করে আসছে। শহরের বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও বিভিন্ন কারখানা হতে উদ্ভতু আবর্জনা পৌরসভার তত্বাবধানে প্রতিদিন সংগ্রহ করে বাড়াদি কম্পোস্ট প্লান্টে নিয়ে আসা হয়। এছাড়া বাসাবাড়ি ও বানিজ্যিক প্রতিষ্ঠানের সেপটিক ট্যাঙ্ক বা পিট ল্যাটিন হতে সংগৃহিত পয়ঃবর্জ্য বাড়াদিতে অবস্থিত পয়ঃবর্জ্য পরিশোধন প্লান্টে নেওয়া হয়। তিনি আরো বলেন, এছাড়াও পৌরসভায় সংগৃহিত কঠিন আবর্জনার ৪০-৭০ ভাগ অংশই পঁচনশীল জৈব পদার্থ যা সাধারনত বাসাবাড়ির রান্নাঘর, হোটেল ও বিভিন্ন কারখানা হতে উৎসারিত হয়। অপরদিকে সংগৃহিত পয়ঃবর্জ্য বাড়াদীতে অবস্থিত পরিশোধন প্লান্টে পরিশোধনের মাধ্যমে শুল্ক বর্জ্যে পরিনত করা হয়। পরবর্তীতে পঁচনশীল জৈব পদার্থ ও শুল্ক পয়ঃবর্জ্য এর সংমিশ্রনে কো-কম্পোস্ট পদ্ধতিতে জৈব সার উৎপাদন করা হয়।

এজন্য আপনাদের সার্বিক সহযোগীতা দরকার । এসময় উপস্থিত ছিলেন পৌরপরিষদের প্যানেল অব মেয়র-০২ সাইফ-উল-হক মুরাদ, কাউন্সিলর পিয়ার আলী জোমারত, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, সহকারী প্রকৌশলী পূর্ত ওয়াহেদুর রহমান, এসএনভি’র সিটি কো-অডিনেটর আব্দুল হালিম, এরাজ এর ব্যবস্থাপনা পরিচালক শাহারিয়ার বীন রাসুল, এরাজ’র ম্যানেজার ইসহাক, প্লান্ট সুপারভাইজার নজরুল সহ পৌর এলাকার বিভিন্ন হোটেল মালিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার শহর পরিকল্পনাবীদ রানভির আহমেদ।

কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে