ঝিনাইদহ প্রতিনিধিঃ ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এ শ্লেগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ-উজ-জামান, সেলিম রেজা, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা বজলুর রশিদ, ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী কর্মকর্তা নিজাম উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, দুর্যোগ মোকাবেলায় নিয়ম মেনে অবকাঠানো নির্মাণ ও সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
জাহিদুর রহমান তারিক,
ঝিনাইদহ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














