মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে উপজেলা গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় জগদল ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে । তারা ১-০ গোলের ব্যবধানে বেরইল পলিতা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ।

শনিবার বিকালে তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলার শুরুতে উভয় দল আক্রমন-পাল্টা আক্রমন করতে থাকে । তারপর প্রথমআর্ধের ২৫ মিনিটে জগদল ইউনিয়ন ফুটবল একাদশের চৌকশ খেলোয়াড় দিলহাজ প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় । নির্ধারিত খেলা শেষে উভয় দল আর কোন গোল করতে সক্ষম হয়নি ।
খেলা শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন । এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আক্তারুন্নাহার, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু,সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান , জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী সঞ্জয় জামান বিপু উপস্থিত ছিলেন ।
টুর্ণামেন্টে সেরা খেলোয়াড় জগদল ইউনিয়ন ফুটবল দলের দিলহাজ,সেরা গোলদাতা বেরইল দলের সৌরভ, সেরা উদীয়মান খেলোয়াড় বেরইল দলের তুহিন ও ম্যান অব দা টুর্ণামেন্ট জগদল দলের অরূপের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা । উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ৭ সেপ্টেম্বর এ টুর্ণামেন্টের উদ্বোধন হয়। সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ফুটবল দল অংশ নেয় ।
শেখ ইলিয়াস মিথুন
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














