জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ঠেকাতে বিশ্বনেতাদের ব্যর্থতার প্রতিবাদে শুক্রবার আবারো বিক্ষোভ হয়েছে বিশ্বজুড়ে। কয়েক লাখ স্কুল শিক্ষার্থী ক্লাস বর্জন করে অংশ নেয় কর্মসূচিতে।

কানাডার মনট্রিয়ালে শিক্ষার্থীদের সাথে স্বপরিবারে বিক্ষোভে অংশ নেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরআগে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের সঙ্গে দেখা করে তাকে নতুন প্রজন্মের কণ্ঠস্বর বলে মন্তব্য করেন তিনি। এসময় আগামী এক দশকে ২oo কোটি গাছ লাগানোর ঘোষণা দেন ট্রুডো।

গত সপ্তাহের মত শুক্রবারও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে স্পেনের মাদ্রিদে। ইউরোপের পাশাপাশি ভারত, নিউজিল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের নানা শহরে বিক্ষোভ করেছে শিশুরা।

তথ্যঃ ইন্ডিপেন্ডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে