মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা ফুটবল এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ১ম বিভাগ ফুটবল লীগ ২০১৯ এ অংশগ্রহন উপলক্ষে প্রস্তুতি সভা ও বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা স্টেডিয়ামের হলরুমে সভায় সভাপতিত্ব করেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশন সভাপতি কেএম আতাউল হাকিম লালমিয়া।
সভায় বক্তব্য রাখেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশন সহ সভাপতি ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, সাধারন সম্পাদক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান, জেলা ফুটবল এ্যাসোসিয়েশন সহ সভাপতি আনোয়ারুল হক শাহী, কোষাধ্যক্ষ সৈয়দ এহসানুল কবীর আরিফ, সদস্য ওমর ফারুক, আমঝুপি পাবলিক ক্লাবের প্রতিনিধি সোহেল রানা প্রমূখ। এসময় জেলা সকল ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মেহেরপুরের তৃনমূল থেকে ভালো খেলোয়াড় বাচাই করে তুলে নিয়ে আসতে হবে। সেই সাথে খেলোয়াড়দের ভালো করে প্রস্তুত করে তুলতে হবে। যাতে খেলোয়াড়রা বিভাগীয় পর্যায়ে খেলা ভালো খেলতে পারে সেই জন্য তাদের অনুশীলন করাতে হবে। পরে জেলা ২৬টি ক্লাবে প্রতিনিধিদের হাতে ২ টি করে ফুটবল তুলে দেওয়া হয় ।
উল্লেখ্য মেহেরপুরে অনূর্ধ ১৭ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপের ফাইনাল খেলায় বঙ্গমাতা গোল্ডকাপে সদর উপজেলা ফুটবল দল বালিকা এবং বালক দল বিভাগীয় খেলাতে যোগ্যতা অর্জন করেছে।
মাসুদ রানা
মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














