কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনের ইতিহাস অনেক পুরাতন এবং সমৃদ্ধ। মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল একাদশের মধ্যেও কুষ্টিয়ার কৃতি খেলোয়াড় ছিলো। শনিবার কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ বালক ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা অনুর্ধ্ব ১৭ বালিকা গোল্ডকাপ’র ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন একথা বলেন। তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এই কুষ্টিয়া থেকে আবার জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরী হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার)। তিনি বলেন, খেলাধুলা চললে তরুন য্বুকদের সকল অপরাধ বন্ধ থাকে। আর খেলাধুলা বন্ধ থাকলে তাদের মধ্যে অপরাধ প্রবনতা চলতে থাকে। তাই সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরও বলেন, বর্তমান সরকার পাড়ায় পাড়ায় খেলাধুলা চালু করে সমাজের অস্থিরতা থামিয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আজাদ জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড. অনুপ কুমার নন্দী, অতিরিক্ত সাধারণ সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, প্যানেল মেয়র মতিয়ার রহমান মজনু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, কুমারখালী ইউএনও রাজিবুল ইসলাম রাজীব, মিরপুর ভারপ্রাপ্ত ইউএনও রাকিবুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আরাফাত হোসেন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, জিলা স্কুলের প্রধান শিক্ষক ইফতে খাইরুল ইসলাম। সভা পরিচালনা করেন সদর উপজেলা এসিল্যান্ড মোছাব্বিরুল ইসলাম।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ’র অনুর্ধ্ব বালকের ফাইনাল খেলায় কুমারখালী উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে মিরপুর উপজেলা চ্যাস্পিয়ন হয়। এদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ বালিকা বিভাগে ভেড়ামারা উপজেলাকে ৯-০ গোলে পরাজিত করে কুষ্টিয়া পৌরসভা চ্যাম্পিয়ন হয়।

কে এম শাহীন রেজা
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে