ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা ॥ আশুগঞ্জে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে পৃথক পৃথকভাবে দুটি টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে আশুগঞ্জ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়। দুটি টুর্ণামেন্টে রানার্স আপ হয়েছে যথাক্রমে লালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তালশহর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দারের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ ও মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা। টুর্ণামেন্টর সার্বি তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনেয়াজ পারভীন। এসময় অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন।

জহির সিকদার
ব্রাহ্মণবাড়িয়া  নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে