ভারত থেকে আমাদানি কমায় পেঁয়াজের বাজারে অস্থিরতা। গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত।

ভারতীয় পেঁয়াজ কম আসাই দাম বাড়ার অন্যতম কারণ উল্লেখ করে ব্যবসায়ীরা জানিয়েছেন, আমদানি বাড়লে আগামী সপ্তাহে দাম কমতে পারে। বগুড়ার বাজারে দেশি পেঁয়াজ খুচরা বাজারে ৬০ টাকা, ভারতীয় পেঁয়াজের দাম মানভেদে ৫০ থেকে ৫৫ টাকা কেজি।

তবে গতকালের তুলনায় আজ দাম কমেছে ৮ থেকে ১০ টাকা। এদিকে হঠাৎ করে পেঁয়াজের রপ্তানি মূল্য তিনগুণ বাড়িয়ে প্রতি টন ৮৫২ মার্কিন ডলার নির্ধারণের ফলে একদিন বন্ধের পর বাড়তি দামেই গতকাল বিকেল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

আগে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ৩৯ থেকে ৪২ টাকা বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৪৮ টাকা থেকে ৫২ টাকা কেজি দরে।

নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে