বোলারদের দাপটে বাছাই পর্বের ১ম সেমিফাইনালে আয়ারল্যান্ডকে চার উইকেটে হারিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডকে ৮৫ রানে অলআউট করতে সমর্থ হয় সালমা-জাহানারারা। পরে ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পোঁছায় তারা।
স্কটল্যান্ডের ডান্ডিতে টস হেরে আগে ব্যাট করে আইরিশ নারীরা। ১৪ রানের মধ্যে তিন টপ-অর্ডারকে হারায় আয়ারল্যান্ড। তবে এর মাঝেই অধিনায়ক লওরা ডিলানি ও এইমিয়ার রিচার্ডসনের ২৫ রানের দু’টি ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর পায় দলটি।

ফাহিমা ১৮ রান খরচায় ৩টি এবং জাহানারা, নাহিদা, সালমা এবং রিতু একটি করে উইকেট নেন। জবাবে ৩০ রানে চতুর্থ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। কিন্তু, সেখান থেকে দলকে একাই টেনে তোলেন সানজিদা ইসলাম। ম্যাচসেরা সানজিদা চার নাম্বারে নেমে ৩২ রানে অপরাজিত থাকেন। এই জয়ে ফাইনালের পাশাপাশি ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত করলো বাংলাদেশ।

দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর সাথে শনিবার মুখোমুখি হবে সালমা খাতুনের দল।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














