মাগুরা নিউজ ডেস্ক/শেখ ইলিয়াস মিথুনঃ মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ২৩’শে আগস্ট শুক্রবার থেকে শুরু হয়েছে ‘শেখ রাসেল অনুর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্ট।

জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায়, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পৃষ্টপোষকতায় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি এ টুর্নামেন্ট- এর আয়োজন করেছে। উদ্বোধনী খেলায় মাগুরা আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি ৫-০ গোলের বড় ব্যবধানে ঝিনাইদহ ফুবল একাডেমিকে পরাজিত করেছে।

মাগুরা আছাদুজ্জামানের পক্ষে ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় শাকিল হ্যাট্রকসহ একাই ৪ টি গোল করেন। বিজয়ী দলের পক্ষে অন্য গোলটি করেন ৮ নম্বর জার্সিধারী খেলোয়ার নিশান। আছাদুজ্জামান ফুটবল একাডেমির সভাপতি শেখ ফরিদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লাজুকের পরিচালনায় বিকেল সাড়ে ৪ টায় পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান উদ্বোধক
হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আলী অকবর। উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন-যথাক্রমে পৌর মেয়র খুশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, টুর্নামেন্ট -এর স্পন্সর প্রতিষ্টান রুপালী গ্রুপের এমডি মহসিন বিশ্বাস, কো-স্পনসর প্রতিষ্টান মক্কা পেপার অ্যান্ড বোর্ড মিলস্ লিমিটেড’র এমডি আরিফুল হক।

টুর্নামেন্টে দুটি গ্রুপ স্বাগতিক মাগুরা আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি ছাড়ও অংশ নিচ্ছে- খুলনা বিকেএসপি, যশোর শামসুল হুদা ও নুর ইসলাম ফুটবল একডেমি, নড়াইল ওলিয়ার রহমান ফুটবল একাডেমি, গোপালগঞ্জ, ঝিনাইদহ, কুষ্টিয়া ফুটবল একাডেমিসহ আটটি ফুটবল দল।

শনিবারের খেলায় অংশ নেবে গোপালগঞ্জ ফুটবল একাডেমি ও নড়াইল ওরিয়ার রহমান ফুটবল একাডেমি। আগামী ৬ সেপ্টেম্বর একই মাঠে টুর্ণামেন্ট-এর ফাইনাল খেলা অনুষ্টিত হবে।

শেখ ইলিয়াস মিথুন,
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে