মাগুরা প্রতিনিধিঃ মাগুরা মহম্মদপুর উপজেলার রোনগর এলাকার একটি মাঠে কৃষি জমিতে অগভীর নলকূপ (স্যালো মেশিন) বসানোর জন্য বোরিং করার সময় পানির বদলে মিলল গ্যাস। ওই গ্যাসে প্রচন্ড গতিতে জ্বলছে আগুন।
সরেজমিনে গিয়ে জানা গেছে, আবদুল হালিম ওই এলাকার জাফরের নিকট থেকে জমিটি বন্দক নিয়ে চাষাবাদের জন্য জমিতে বোরিং করার সিদ্ধান্ত নেন। বোরিং মিস্ত্রিরা বৃহষ্পতিবার বোরিং করার জন্য প্রাথমিকভাবে পাইপ মাটির নিচে ঢোকাবার চেষ্টা করেন। যতবারই পানির পাইপ মাটির নিচে প্রবেশের চেষ্টা করেন ততবারই গ্যাসের চাপে পাইপ উপরের দিকে উঠে আসতে থাকে। এভাবে কয়েকবার চেষ্টা করার পর ব্যার্থ হয়। এক পর্যায়ে ওই গর্ত থেকে গ্যাসের গন্ধ আসতে থাকে এবং আসলেই গ্যাস কিনা সেটি পরীক্ষা করার জন্য আগুন ধরিয়ে দিলে প্রচন্ড গতীতে আগুন জ্বলতে থাকে । সোমবার বিকালে বিষয়টি এলাকাবাসিকে জানালে লোকজন ভীড় জমাতে থাকে ওই এলাকয়।
সরেজমিনে সোমবার রাতে ওইস্থানে গ্যাসের আগহন জ্বলতে দেখা গেছে এবং উৎসুক জনতার ও ভীড় দেখা যায় ওই স্থানে।মোহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. আসিফুর রহমান মানবজমিনকে বলেন বলেন, বিষয়টি শুনেছি অতি দ্রুতই উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
শেখ ইলিয়াস মিথুন
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























