ঢাকাঃ আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠিতব্য ‘ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপ- ২০১৯’ এর বাংলাদেশ দলের সদস্যদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্যসচিব আবদুল মালেক।

শনিবার বিকেলে রাজধানীতে ব্যাডমিন্টন ফেডারেশন কমপ্লেক্সে দেশের প্রতিনিধিত্বকারী চার খেলোয়াড়কে ইওনেক্স কোম্পানির সৌজন্যে প্রাপ্ত এ ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারসহ ব্যাডমিন্টন ফেডারেশনের কর্মকর্তারা এবং ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপ-২০১৯ এ অংশগ্রহণকারী বাংলাদেশ দলের ম্যানেজার শাহ জালাল মুকুল উপস্থিত ছিলেন।

চীন ব্যাডমিন্টন এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও ব্যাডমিন্টন এশিয়ার তত্ত্বাবধানে আগামী ২৪ থেকে ২৮ জুলাই চীনের সুজু শহরে অনুষ্ঠিতব্য ‘ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপ- ২০১৯’ এ বাংলাদেশ জুনিয়র দলের (অনূর্ধ্ব-১৯) সদস্য খন্দকার আব্দুস সোয়াদ, গৌরব সিংহ, মোহাম্মদ হানিফ ও আব্দুল হামিদ লোকমান ক্রীড়াসামগ্রী গ্রহণ করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে