ইবি প্রতিনিধিঃ দখল, দুষণ ও ভরাটে বিপন্ন নদীগুলোকে বাঁচাতে হলে নতুন প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বুধবার দুপুরে রিভারাইন পিপল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বক্তারা।ইবি বাংলা বিভাগের শিক্ষক ও রিভাইরাইন পিপলের ইবি শাখার আহ্বায়ক অধ্যাপক রবিউল হোসেনের সঞ্চালনায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় পরিচালক ও ইবির সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন রাসেল।

লিখিত বক্তব্যে আলতাফ হোসেন রাসেল বলেন, ‘কুষ্টিয়া-ঝিনাইদহ, মাগুরা এবং চুয়াডাঙ্গা অঞ্চল নিয়ে ৫০ এর দশকে জিকে সেচ প্রকল্প শুরু হয়। তখন ফারাক্কা বাঁধ ছিল না। পরবর্তীতে ফারাক্কা বাঁধের কারণে পদ্মায় পর্যাপ্ত পানি না থাকায় এই প্রকল্প এখন মৃত প্রায়। প্রকল্পটি বাস্তবায়নের সময় এ অঞ্চলের ৮ নদীর প্রবাহমুখ বন্ধ করে দেয়া হয়। এতে মরুভূমিতে পরিণত হওয়ার পথে রয়েছে এ অঞ্চল। সরকারের গতানুগতিক দখল বিরোধী অভিযানে বিশেষত এই অঞ্চলের নদী রক্ষা পাবে না।”

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক আব্দুল মুঈদ, সদস্য তৌহিদুল ইসলাম, ওবাইদুল হক, কুমার নদ রক্ষা কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ মারুফ সহ রিভারাইন পিপলের সদস্যরা।উল্লেখ্য রিভারাইন পিপল একটি অ-লাভজনক সংগঠন। নতুন প্রজন্মের অংশগ্রহনে সংগঠনটি বাংলাদেশের নদ-নদী সুরক্ষা নিয়ে গবেষণা এবং জনসচেতনতা তৈরী করে।

প্রিতম মজুমদার
ইবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে