নিয়ম রক্ষার ম্যাচে আফগানিস্তানকে ৩১২ রানে টার্গেট দিয়েছে উইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত আফগানদের সংগ্রহ সব উইকেটে হারিয়ে ২৮৮ রান। আফগানিস্তানকে ২৩ রানে হারালো উইন্ডিজ।
বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটা রাঙাতে পারলেন না ক্রিস গেইল। আফগানিস্তানের বিপক্ষে আউট হয়েছেন মাত্র ৭ রান করে। প্রাথমিক ধাক্কা সামাল দেন এভিন লুইস ও শেই হোপ। দুই জনে মিলে যোগ করেন ৮৮ রান। ৫৮ রান করে আউট হন লুইস। হোপের সংগ্রহ ৭৭ রান।
সেট হয়ে ইনিংস বড় করতে পারেননি হেটমায়ার, ফিরেছেন ৩৯ রান করে। পরে ফিফটি করেছেন নিকোলাস পুরানও। তার সংগ্রহ ৫৮ রান। আফগানদের পক্ষে দাওলাত জাদরান সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














