মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সেপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক যাত্রী স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সিলেটের সাথে এখনো সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় একটি সেতু ভেঙে উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি লাইন চ্যুত হয় ও একটি বগির আংশিক পানির ভিতরে ডুবে যায়। এ দুঘটনায় এখন পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক যাত্রীকে স্থানীয় বিভিন্ন হাসাপাতলে চিকিৎসা দেয়া হচ্ছে।এ ঘটনায় পর থেকেই সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ৭টি সচল বগি নিয়ে কুলাউড়া থেকে ঢাকায় পৌঁয়েছে উপবন এক্সেপ্রেস। দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধারে একটি ট্রেন ঘটনাস্থলে গেছে।
দুর্ঘটনার পর পরই পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। উদ্ধার কাজ এখনো চলছে। স্থানীয়রা জানায়, ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














