কুষ্টিয়া প্রতিনিধিঃ জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এবং কুষ্টিয়া পৌরসভার সার্বিক সহযোগিতায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় কুষ্টিয়া শহরের মিলপাড়াস্থ টেগরলজে এ রবীন্দ্রসন্ধ্যা ‘বর্ষাবরণ’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার মাননীয় জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী।

জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কবি আলম আরা জুঁই এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামীর সহ-ধর্মিনী শুক্লা গোস্বামী। আলোচক হিসেবে আলোচনা করেন ইবি’র বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ।শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য শিল্পী অশোক সাহা। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ড. আকলিমা খাতুন ইরা। আলোচনা সভা উপস্থাপনা করেন খন্দকার মালেকুল মাকসুদ প্রবাল।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কবিতা আবৃত্তি করেন আব্দুর রহমান ও শর্মিষ্ঠা হোসেন। সঙ্গীত পরিবেশন করেন আকলিমা খাতুন ইরা, রীনা বিশ্বাস, সরোয়ার মুর্শেদ, আতাউর রহমান বাদল, অশোক সাহা, স্বপন দত্ত, সুপ্রিয়া সিংহা রায়, শফিকুর রহমান জুয়েল, সুমী দত্ত প্রমুখ। তবলায় সহযোগিতা করেন তন্ময় চক্রবর্তী। সঙ্গীত পরিকল্পনা ও পরিচালনা করেন শিল্পী অশোক সাহা।অনুষ্ঠানে কুষ্টিয়ার সুধী মহল সহ ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে