নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বাসের চাপায় কামাল হোসেন (৪২) ও সুমন আলী (১২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার নীলকুঠি নামক স্থানে দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন উপজেলার খুদিয়াডাঙ্গা গ্রামের মৃত: ইয়াদ আলীর ছেলে এবং সুমন আলী উপজেলার সৈয়দপুর গ্রামের কাইয়ুমদ্দীনের ছেলে। নিহত কামাল হোসেন সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সুমন আলী ওই বিদ্যালয়ের ছাত্র। পুলিশ জানায়, উপজেলার সতিহাট থেকে নওগাঁয় যাওয়ার পথে নীলকুঠি মোড় নামক স্থানে রাস্তার নীচু স্থান থেকে উপরে ওঠার সময় রাজশাহীর দিতে থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কামাল হোসেন মারা যায়।
আহত গুরুত্বর আহত সুমনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা তিনি।
আব্দুর রউফ পাভেল
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














