স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে অপ্রতুল বাজেট বরাদ্দের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে সাংস্কৃতি সংগঠনের কর্মীরা অংশ নেয়। কর্মসূচীতে ফেডারেশানের খুলনা বিভাগের প্রেসিডিয়াম সদস্য নাজিম উদ্দীন জুলিয়াস, গন শিল্পী সংস্থার সভাপতি আব্দুস সালাম, ঝংকার শিল্পী গোষ্ঠির সভাপতি সান্ত জোয়ারদ্দার বিহঙ্গের সাধারন সম্পাদক শাহিনুর আলম লিটন, জাগরন সাংস্কৃতি গোষ্ঠির সাধারন সম্পাদক বাবুল আকতার লাল্টু, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ, চারুগৃহের সাধারন সম্পাদক আরেফিন আনু, স্বরলিপি সঙ্গীত চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক নিধির বিশ্বাসসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, জাতীয় সংসদে পেশ হওয়া বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্ধ কম দেওয়া হয়েছে। বাজেট পাশ হাওয়ার আগেই সংস্কৃতি খাতে বাজেট বাড়ানোর দাবি জানান তারা।
জাহিদুর রহমান তারিক,
ঝিনাইদহ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ