নওগাঁর  মহাদেবপুর নজিপুর রোডে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে ।

মঙ্গলবার  রাত ৯টার দিকে মহাদেবপুর নজিপুর রোড তিন বন্ধু মোঃ সাগর ( ১৯ ) পিতা মোঃ আব্দুস সামাদ, মোহাম্মদ শরীফ  (১৯) পিতা মোঃ দুলাল হোসেন, মোহাম্মদ রুহানি (১৮) পিতা মোঃ গোলাম রসুল বন্ধু সাগরের দুলাভাই এর মোটরবাইক চড়ে বেড়াতে যাওয়ার ফেরার পথে মহাদেবপুর থেকে তাদের নিজ বাড়ি বিজয়পুর মহাদেবপুর যাবার সময় অজ্ঞাত এক যানবাহন এসে তাদের মোটর সাইকেলে সংঘর্ষ হয়। এ সংঘর্ষের ফলে ঘটনাস্থলে মোহাম্মদ রুহানি ও মোহাম্মদ দুলাল নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ শরীফ কে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর সময় রাস্তায় তার মৃত্যু হয়। নিহত তিনজনের বাড়ি মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বিজয় পুর গ্রামে।ঘটনার সত্যতা জানিয়ে আরটিভি অনলাইন কে মহাদেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান অজ্ঞাত এক যানবাহন এসে তিন বন্ধুর মোটর বাইকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে দুই বন্ধু ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাস্তায় এক বন্ধুর মৃত্যু হয়।

যে যানবাহনটি মটর বাইকটিকে ধাক্কা মেরে ছিল তার কোন খবর এখনো তারা পাননি বা ধাক্কা দেওয়া যানবাহন কে এখনো তারা শনাক্ত করতে পারেননি। এ ঘটনায় মহাদেবপুর থানায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

আব্দুর রউফ পাভেল
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে