“গাহি সাম্যের গান, মানুষের চেয়ে নাহি কিছু বড়, নাহি কিছু মহীয়ান” প্রতিপাদ্যে কলকাতার বারাসাতে অবস্থিত নজরুল চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গ,ভারত কর্তৃক আয়োজিত ২য় আন্তর্জাতিক নজরুল উৎসব ২০১৯।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায় এবং পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লায়েক আলী খান।
নজরুলের সাহিত্যের উপর বিশেষ অবদান রাখায় তাদেরকে ভারত কর্তৃক আয়োজিত ২য় আন্তর্জাতিক নজরুল উৎসব এ স্মৃতি পুরস্কার ২০১৯ এ ভূষিত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ড. শেখ কামাল উদ্দীন। অনুষ্ঠানে কলকাতার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উক্ত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের সুধীজন ও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
কলকাতা থেকে,
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ