দীর্ঘ যানজটের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ঈদে ঘরমুখো যাত্রীরা। এসময় জেলা প্রশাসনের একটি গাড়িও ভাঙচুর করে তারা। দুপুরে টাঙ্গাইলের বিক্রমহাটিতে এই ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে গাড়ির জট থাকায় সকালে টাঙ্গাইলের পাকুল্লা থেকে সেতুর পূর্ব পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। এসময় প্রায় আড়াই ঘণ্টা সেতুর টোলপ্লাজা বন্ধ থাকায় যানজটের তীব্রতা আরও বাড়ে। পরে টোলপ্লাজা চালু হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। এক পর্যায়ে উত্তবঙ্গগামী বাসযাত্রীরা রাস্তায় বিক্ষোভ করে। পরে, দুপুর দেড়টা থেকে টাঙ্গাইল অংশে ফের গাড়ি চলাচল শুরু হয়।

তবে অতিরিক্ত চাপে গাড়ি চলছে ধীরগতিতে। যানজট নিরসন ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে