ঈদ ভিসা ক্যাম্পের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরো গভীরতা পাবে বলে মন্তব্য করেছেন দেশটির হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বৃহস্পতিবার সন্ধ্যায়, ভারতীয় ঈদ ভিসা ক্যাম্পের সমাপনী দিনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। ঈদুল-ফিতর উপলক্ষে আয়োজিত ১২ দিনের বিশেষ এই ক্যাম্পে ৫৬ হাজার ৩’শ ১৮ জন বাংলাদেশিকে ১ বছরের জন্য ভারতীয় ভিসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘এটি একটি অনন্য ব্যাপার এবং অনেক বড় পদক্ষেপ। আমার মনে হয় বিশ্বের অন্য কোন দেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এতো কম খরচে ও সহজে এতো বেশি ভিসা দেয়নি। যা ভারত ও বাংলাদেশ দুটি দেশের সম্পর্ককে আরও গভীর করবে। গত ১২ দিনে আমরা প্রায় ৫৬ হাজার ৩’শ ১৮টি ভিসা দিচ্ছি।’




























