১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লা – প্রেস বিজ্ঞপ্তি
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ জুন ২০১৬ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় কুমিল্লা জেলার বুড়িচং থানার অর্ন্তগত সংকুচাইল বিওপি’র দায়িত্বপূর্ণ্ এলাকার “নবিয়াবাদ” নামক স্থান হতে ০৩ বোতল হুইস্কিসহ ধৃত ০১ (এক) জন আসামী মোঃ জাকির হোসেন (৫৫), পিতা- মৃত ধনু মিয়া, গ্রাম-লরীবাগ, পোষ্ট-সংকুচাইল, থানা-বুড়িচং, জেলা- কুমিল্লাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপির দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি-৪৯ বোতল, গাঁজা- ৪৩ কেজি, অবৈধ স্টেরয়েড ট্যাবলেট- ২৫০০০ টি, শাড়ী- ৭৯৪ টি, চটের বস্তা- ১৩৩০০ টি, মিনি পিকআপ- ০১ টি, সিএনজি- ০১ টি, নছিমন- ০২ টি এবং বাংলাদেশী শুটকী ১০৪০ কেজি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৯২,১৯,৫০০/-(বিরানব্বই লক্ষ উনিশ হাজার পাঁচশত)টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

মোঃ শহীদুল আলম
অতিরিক্ত পরিচালক
অধিনায়কের পক্ষে
প্রয়োজনে যোগাযোগ
মোঃ রাশেদুল ইসলাম
১০ বর্ডার র্গাড ব্যাটালিয়ন, কুমিল্লা
মোবাইলঃ ০১৭৬৯-৬০৩২১৬

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে