অনলাইনে, পোশাক-প্রসাধনী আর ইলেক্ট্রনিক্স পণ্যের পাশাপাশি দিনদিন বাড়ছে চাল-ডালসহ নিত্যপণ্যের কেনাবেচা। নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের মান ও দাম নিয়েও ক্রেতাদের নেই তেমন কোন অভিযোগ। তবে, রাজধানীতে যানজটের কারণে সময় মতো সতেজ পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অনলাইন ব্যবসায়ীরা। আর অনলাইন ভিত্তিক এধরনের ব্যবসা প্রসারের স্বার্থে মোবাইল সিম ও ইন্টারনেট ব্যবহারে ট্যাক্স-ভ্যাট সুবিধা বাড়ানোর দাবি জানালেন তারা।

নাগরিক জীবন। ব্যস্ততা বাড়ছে ঘরে-বাইরে। সময়ের সঙ্গে পাল্লা দিতে তাই বাড়ছে প্রযুক্তি নির্ভরতা। এরই ধারাবাহিকতায় নগরজীবনে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইনে কেনাকাটা বা ই-কমার্স ব্যবসা। প্রতিদিনের ব্যস্ততার মধ্যে সাংসারিক ঝামেলা কমাতে চাল-ডাল, শাক-সবজি, মাছ-মাংস, ফল-মূলসহ নিত্য-পণ্য কিনতে অনেকেই বেছে নিচ্ছেন এই মাধ্যমকে।

ব্যবসায়ীরা বলছেন, ক্রমবর্ধমান এই নিত্য-পণ্যের ই-কমার্স বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে, ভোক্তার আস্থা অটুট রাখার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। তবে প্রস্তাবিত বাজেটে সিম-ভিত্তিক সুবিধা গ্রহণের ওপর ২ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানোসহ সরকারের অনেক সিদ্ধান্তই ই-কমার্স ব্যবসা প্রসারে বাধা বলে মনে করছেন তারা। বর্তমানে দেশে মুদিপণ্য নিয়ে কাজ করছে ছোট-বড় মিলিয়ে প্রায় একশ’ অনলাইন প্রতিষ্ঠান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে