কুষ্টিয়া প্রতিনিধিঃ রঙে রঙে বর্ষ বরণবর্ণিল আয়োজনে সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায় বাংলা নববর্ষ ১৪২৬ কে বরণ করা হচ্ছে। সকাল ৮ টায় শহরের পাবলিক লাইব্রেরী থেকে জেলা প্রশাসনের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহন করে। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে বণবিথী চত্বরে শেষ হয়। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসলাম হোসেন এবং পুলিশ সুপার তানভীর আরাফাত।

মঙ্ল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পৌরসভায় বর্ষ বরণ উৎসবের উদ্বোধন করেন মেয়র আনোয়ার আলী। মেয়রের সভাপতিত্বে সকাল ৯ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন  ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, কবি আলম আরা জুই, সৈয়দা হাবিবা প্রমুখ। দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে ভারতীয় শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা।

পাবলিক লাইব্রেরি চত্বরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতির আয়োজনে জজ কোর্টে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজে বিএমএর আয়োজনে বর্ষ বরণ উৎসব পালিত হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান দিনটিকে বহুমুখী আয়োজনে পালন করে।

এদিকে বর্ষবরণ উপলক্ষ্যে বিভিন্ন স্থানে বসেছে গ্রামীণ মেলা। বিনোদন কেন্দ্র গুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা দিনটিকে হালখাতা হিসেবে পালন করে।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে