বেসরকারি টেলিভিশন মাছরাঙার প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।।

বুধবার সকাল সোয়া ছয়টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৩ বছর। সকালে তার স্বজন ও কর্মস্থল মাছরাঙা টেলিভিশনের কর্মকর্তারা এ খবর জানান। ফাহিম মুনয়েম গুলশান ২ নম্বরের ৭৭ নম্বর রোডে ইউনাইটেড হাসপাতাল সংলগ্ন ৬ নম্বর বাসায় থাকছিলেন।

খ্যাতিমান সাংবাদিক মরহুম সৈয়দ নুরুদ্দিনের ছেলে ফাহিম মুনয়েম ২০১০ সালে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান সম্পাদক হিসেবে যোগ দেন তিনি। এই প্রতিষ্ঠানে যোগ দেওয়ার আগে দৈনিক সংবাদ, মর্নিং সান ও ইউএনবি’তে কাজ করার পর তিনি দ্য ডেইলি স্টারে ব্যবস্থাপনা সম্পাদক হিসেবেও কর্মরত ছিলেন।

তিনি ২০০৭ সালে ত‍ৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের প্রেস সচিবের দায়িত্বও পালন করেন। এরই মধ্যে তার মৃত্যুর খবরে নিজ বাসা ও কর্মস্থলে শোকের ছায়া নেমে এসেছে। দাফনের আগ পর্যন্ত তার মরদেহ রাখা হবে স্কায়ার হাসপাতালের হীমাগারে। প্রবাসী সন্তানরা দেশে আসার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

বিডি টাইম্‌স নিউজ পরিবারের পক্ষ থেকে শোকাহত পরিবারের ও মাছরাঙা টেলিভিশনের প্রতি জানাই গভীর সমবেদনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে