বাংলাদেশে জন্মগ্রহণকারী তথ্য প্রযুক্তিবিদ মোশতাক শাকিল আহমেদ বিশ্ববিখ্যাত আইটি কোম্পানি মাইক্রোসফট এশিয়ার কমার্শিয়াল সাপোর্ট বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন। এর আগে তিনি মাইক্রোসফট জাপানের সাপোর্ট ইঞ্জিনিয়ারিং এর জেনারেল মানেজার পদে নিযুক্ত ছিলেন। এবারের এই পদে তিনি জাপান সহ এশিয়ার সব দেশের কমার্শিয়াল টেকনিকাল সাপোর্ট ইঞ্জিনিয়ারিং এর প্রধান হিসাবে নিযুক্ত হলেন। মাইক্রোসফটের এশিয়াতে পাচ হাজারেরও বেশি ইঞ্জিনিয়ার কর্মরত আছেন!

মোস্তাক শাকিলের জণ্ম যশোরে একটি সম্ভ্রান্ত পরিবারে ! বাবা মরহুম অ্যাডভোকেট আব্দুল লতিফ ও মা মোর্শেদা বেগম। তিন ভাইয়ের মধ্যে শাকিল দ্বিতীয়। তিনি চীনের শিঙহুয়া ইউনিভার্সিটি থেকে কম্পিউটার এ উচ্চতর ডিগ্রী নিয়ে গত ১৪ বছর ধরে মাইক্রোসফট এ কর্মরত আছেন ! এর আগে তিনি এশিয়ার কনজুমার সাপোর্ট বিভাগের সিনিয়র ডিরেক্টর হিসেবে জাপান মাইক্রোসফট এ কর্মরত ছিলেন ! এছাড়া সিয়াটলে মাইক্রোসফট এর প্রধান কার্যালয়ে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগে ম্যানেজমেন্ট এ কর্মরত ছিলেন ! জীবনের বেশিরভাগ সময় দেশের বাইরে থাকলেও তিনি দেশের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এবং ডিজিটাল বাংলাদেশের জন্য কাজ করবেন বলে আশা করেন। উইন্ডোজ এক্সপির বাংলা সংস্করণ এর সময় শাকিল উইন্ডোজ বিভাগে কর্মরত ছিলেন এবং প্রত্যক্ষ ভাবে এর সাথে সম্পৃক্ত ছিলেন!

নিউজ টির একটি সোর্সলিঙ্ক :
https://news.microsoft.com/ja-jp/microsoft-japan-executives/#sm.00001dqpwubseae0rxcyza7ks7yhg

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে