বাংলাদেশের ১০ কোটি মানুষ এখনো ইন্টারনেট সেবার বাইরে আছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। এছাড়া দেশে মোবাইলে কথা বলা সস্তা হলেও ইন্টারনেট ব্যবহার ব্যয়সাপেক্ষ, বলছে সংস্থাটি।

সোমবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের অথ্যপ্রযুক্তি খাত বিষয়ক উন্নয়ন প্রতিবেদন প্রকাশ আনুষ্ঠানে বিশ্বব্যাংক এ কথা জানায়। এতে বলা হয়, বিশ্বে চারশো কোটি মানুষ এখনো ইন্টারনেট সেবার বাইরে রয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। ডিজিটাল সেবা মানুষের দোঁরগোড়ায় পৌঁছে দিতে হলে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের পাশাপাশি সুশাসনও জরুরি বলে জানান বিশ্বব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। অনুষ্ঠানে তথ্যপুযুক্তি প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর এক কোটি মানুষকে ইন্টারনেট সেবার আওতায় আনা হবে। ২০২১ সাল নাগাদ এ খাত থেকে পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য আছে সরকারের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে