জন্ম ময়মনসিংহে হলেও কিশোরগঞ্জের সাথে নিবিড় সম্পর্ক ছিল সৈয়দ আশরাফের। কাল শেষবারের মত যাচ্ছেন দুই জেলায়, তবে তা মরণে। সেখানে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ, হবে দুটি জানাজা। একজন সৎ ও বিচক্ষণ রাজনীতিককে হারানোর শোক বইছে সেসব এলাকায়।
যোগ্য পিতা সৈয়দ নজরুল ইসলামের যোগ্য সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম। পেশার কারণে বাবার ময়মনসিংহে বাস, সেখানেই জন্ম আশরাফের। বেড়ে ওঠেন ময়মনসিংহের কলেজ রোডের একটি বাড়ীতে। আনন্দমোহন কলেজে পড়ার সময় যুক্ত হন রাজনীতির সঙ্গে।
পৈত্রিক ভিটা কিশোরগঞ্জ থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এক্ষেত্রেও বাবা সৈয়দ নজরুল ইসলামকে অনুসরণ করেছেন তিনি। তার মৃত্যুতে শোকার্ত কিশোরগঞ্জের রাজনীতিক ও সাধারণ মানুষ। মাত্র ছয় দিন আগে জাতীয় নির্বাচনে জয় পান সৈয়দ আশরাফ। তাকে অভিনন্দন জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন সবাই। কিন্তু মৃত্যুর খবরে নেমে আসে শোকের ছায়া।

সৈয়দ আশরাফের পক্ষে এবার প্রচার চালিয়েছে কিশোরগঞ্জবাসী, জিতিয়েছে তারাই। এলাকাবাসী বলছে, সৈয়দ নজরুল ইসলামের মতো সৈয়দ আশরাফুল ইসলামের নামও লেখা থাকবে দেশের ইতিহাসে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














