নবান্ন বাঙালী সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। অগ্রহায়ণ মাসের নবান্নতে কৃষকের ঘর ভরে ওঠে নতুন ধানে। পশ্চিমা সংস্কৃতির আগ্রাসনের ফলে বাঙালী তার চিরায়ত নৃতাত্ত্বিক সত্তাকে হারিয়ে ফেলতে বসেছে।উৎসবপ্রিয় বাঙালী জাতিকে তার সংস্কৃতির আদি ধারায় ফিরিয়ে আনার প্রয়াসে সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায় অনুষ্ঠিত হল নবান্ন উৎসব। গতকাল শনিবার কুষ্টিয়া পৌরসভার আয়োজনে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল গান, পিঠা উৎসব, নৃত্য এবং স্বরচিত কবিতা পাঠ।
উৎসবের উব্ধোধন করেন কুষ্টিয়ার জননন্দিত পৌর মেয়র জনাব আনোয়ার আলী। উৎসবে হরেক রকমের পিঠা তৈরি করা। শ্রেষ্ঠ তিনজন পিঠাতৈরিকারককে পুরস্কৃত করা হয়। কবিতা পাঠ করেন বিশিষ্ট কবি ড. সরওয়ার মূর্শেদ, হাসান টুটুল, মুস্নি সাঈদ, সৈয়দা হাবিবা প্রমুখ। নৃত্য পরিবেশন করেন নৃত্য রং একাডেমীর শিল্পীরা। পৌরসভার কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরাও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক সংস্কৃতিমনা মানুষ উপস্থিত ছিলেন। সকাল থেকে সন্ধ্যা অবধি অনুষ্ঠান চলতে থাকে। পরিশেষে একটি সমবেত সংগীত পরিবেশিত হয়।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ