সবুজ পাহাড় আর নীল আকাশে মেঘের মিতালি এমন দৃশ্য চোখে পড়বে রাঙামাটির ফুরোমোন পাহাড়ে। জেলা শহরের অদূরের এই পাহাড় এক হাজার ৫১৮ ফুট উঁচু। চূড়ায় দেখা মেলে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের। সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে রাঙামাটির অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠতে পারে এই পাহাড়- বলছেন এলাকাবাসী।
রাঙামাটি শহরের অদূরে ফুরোমোন পাহাড়। নির্জন পরিবেশ আর কাপ্তাই হ্রদের বিশাল জলরাশির দেখা মেলে পাহাড় থেকে। এখানকার প্রকৃতিরএ সৌন্দর্য্য সহজেই মুগ্ধ করে পর্যটকদের। পাহাড় চূড়ায় আছে একটি বৌদ্ধ মন্দির। তবে যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় শুষ্ক মৌসুম ছাড়া অন্য সময়ে যাতায়াত কষ্টকর। সড়ক ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নের আহ্বান জানালেন পর্যটক ও স্থানীয়রা।
ফুরোমন পাহাড়কে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। ফুরোমোনকে দর্শনার্থীদের কাছে আকর্ষনীয় করতে পার্বত্য মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে, কিন্তু এটি ঝুলে আছে- জানিয়েছে জেলা পরিষদ। অবকাঠামোর উন্নয়ন করা হলে রাঙামাটির পর্যটন আকর্ষণ আরো বাড়বে- এমনটাই আশা এখানকার পর্যটন ব্যবসায়ীদের।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ