দক্ষ শ্রমিকের ঘাটতি মেটাতে অভিবাসন নীতি শিথিলের সিদ্ধান্ত নিয়েছে জাপান। শুক্রবার আন্তর্জাতিক শ্রমিকদের ভিসা দেয়ার ব্যাপারে মন্ত্রিসভায় নতুন খসড়া প্রস্তাব অনুমোদন করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবে।

নতুন প্রস্তাবে নার্সিং কেয়ার, কৃষি এবং নির্মাণসহ প্রায় ডজনখানেক খাতে বিদেশি শ্রমিকদের জন্যে দুই ধরনের ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক ধরনের ভিসায় দক্ষতা সম্পন্ন এবং জাপানি ভাষা জানে এমন বিদেশি শ্রমিকদের পাঁচ বছরের ভিসা দেওয়া হবে।

তবে তারা পরিবারকে সঙ্গে আনতে পারবেন না। আরেক ধরণের ভিসা থাকছে বিশেষ দক্ষতা সম্পন্ন শ্রমিকদের জন্য। তাদেরকে পরিবারসহ জাপানে থাকার অনুমতি দেয়া হবে। গণমাধ্যমে ৫ লাখ শ্রমিককে ভিসা দেয়ার কথা উল্লেখ করলেও জাপানের আইন মন্ত্রী তাকাশি ইয়ামাশিতা এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাননি।

গত কয়েক বছর ধরে দেশটিতে জনসংখ্যা কমে যাওয়ার পাশাপাশি দক্ষ শ্রমিকের ঘাটতি দেখা দেওয়ায় সরকার দেশটির রক্ষণশীল অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে