জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু মারা গেছেন। সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা। জনপ্রিয় এ শিল্পির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে বাসা থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মুমূর্ষু অবস্থায় নেয়া হয় তাকে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সকাল নয়টা ৫৫ মিনিটে তার মারা যাওয়ার খবর নিশ্চিত করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন আইয়ুব বাচ্চু। মৃত্যুকালে বাচ্চুর বয়স হয়েছিল ৫৬ বছর। চিকিৎসকরা জানান জনপ্রিয় এ ব্যান্ড তারকা দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। সকাল সাড়ে নটায় অচেতন অবস্থায় তাকে হাসপাতালে আনার পর ৯ টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী ছিলেন। এল আর বি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আনা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদ জুমা জাতীয় ঈদগাহে তার প্রথম জানাজা। শনিবার চট্টগ্রামে পারিবারিক কবরস্তানে তাকে দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে