মহাসপ্তমীতে বেড়েছে দুর্গাপূজার উৎসবের রঙ। সকালে নবপত্রিকা প্রবেশ ও স্থাপন হয়েছে মণ্ডপে। ঢাকের বাদ্যে আনন্দমুখর পরিবেশে দেবী দর্শন করছেন ভক্তরা। এবার পূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তায় সন্তোষ জানিয়েছে পূজা উদযাপন পরিষদ।

দেশের হাজারো পূজামণ্ডপে এখন উৎসবের বাধভাঙা জোয়ার। ভক্তের বিশ্বাস শান্তি, সাম্য আর ভ্রাতৃত্বের বাণী নিয়ে কৈলাশ থেকে মর্ত্যে এসেছেন দুর্গতিনাশিনী মহামায়া। চক্ষুদানের মধ্যদিয়ে মঙ্গলবার সকালে ত্রিনয়নী দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। ধূপধুনো, বেল-তুলসী, আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দনসহ ১৬টি উপাচার দিয়ে পূজা করেন পুরোহিত। স্থাপন করেন নবপত্রিকা। প্রচলিত ভাষায় যা পরিচিত কলাবউ হিসেবে।

সপ্তম্যাদি কল্পারম্ভ ও মহাসপ্তমী বিহিত পূজার পর দেবীর চরণে পুষ্পাঅঞ্জলি দেন ভক্তরা। তাদের প্রার্থনা, সব দুর্গতি দূর হয়ে প্রতিষ্ঠিত হোক সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ব। নির্বাচনের বছরে কিছুটা শঙ্কা থাকলেও বিচ্ছিন্ন দু-একটি ঘটনা বাদে পূজায় সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশের কথা জানান পূজা উদযাপন পরিষদের নেতারা। এবার সারাদেশে ৩১ হাজার ২৭২ টি মণ্ডপে পূজা হচ্ছে আর রাজধানীতে মণ্ডপের সংখ্যা ২৩৪টি। এদিকে, বাংলাদেশ রেলওয়ে সর্বজনীন পূজা মন্দির মহাসপ্তমিতে মুখর ছিল ভক্ত, পূন্যার্থীর আনাগোনায়। বিকালে পূজামণ্ডপ পরিদর্শন করনে রেলমন্ত্রী মুজিবুল হক।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে