বান্দরবানের থানছি উপজেলার দূর্গম এলাকায় নাফাখুম ঝর্ণা দেখতে গিয়ে এক পর্যটক নিহত হয়েছে। নিহট আরিফুল হাসান ফাহিম (২৭) বুয়েটের শিক্ষার্থী বলে যানা গেছে। নিহত বাড়ি ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার কচুক্ষেত এলাকায় বলে জানিয়ে স্থানীয় পুলিশ।
বুধবার সকালে ৫ বন্ধুসহ আরিফুল হাসান থানছি থেকে রেমাক্রী ইউনিয়নের নাফাখুম ঝর্ণায় বেড়াতে যান। এ সময় পাহাড়ি ঝিরি পার হতে গিয়ে ভেসে যান তিনি। পুলিশ জানায়, সকালে বান্দরবান থেকে ৬ পর্যটক থানছিতে যান। এরা হলেন ঢাকার মহাখালির আবুল হাসনাত (২৬), বাড্ডার নিশাত পারভেজ অভি (২০), আরিফুল হাসান (২৭), বাড্ডার শামসুল করিম (২৮) খিলগাঁও এলাকার আসলাম রাকিব হাসান (২৮) ও বাসাবোর ফাহাদ বিন তৌহিদ (২৬)।
বলিপাড়া বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল হাবিবুল হাসান জানান, থানছি থেকে ৬ পর্যটক ইঞ্জিন-চালিত নৌকায় করে রেমাক্রী আসার পর তারা নাফাখূম ঝর্ণা দেখতে যান। সেখানে (খাল) পার হওয়ার সময় আরিফুল হাসান স্রোতে ভেসে যান। এখনো তার খোঁজ পাওয়া যায় নি।
এই বিষয়ে থানছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুল হক মৃদুল পর্যটকের মৃত্যু ঘটনা নিশ্চিত করেছে এবং উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে রাওনা হয়েছে এবং লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ।
রিমন পালিত,
বান্দরবান নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ